| |
               

মূল পাতা ইসলাম ২১তম রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


২১তম রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


জামিল আহমদ     13 April, 2023     03:03 PM    


জেনে রাখা ভালো-
ইতিকাফ অর্থ আটকে রাখা, মগ্ন থাকা, কোনো জিনিসকে আঁকড়ে ধরা। পরিভাষায় বলা হয়- ‘আল্লাহর নৈকট্য লাভের আশায় মসজিদের মধ্যে নিজেকে আবদ্ধ রেখে সেখানে অবস্থান করা এবং দুনিয়াবি সব কর্ম থেকে নিজেকে বিরত রাখা।’ 

করবো-
স্বামীর বাধ্য হওয়ার চেষ্টা

ছাড়বো-
বিনা প্রয়োজনে তালাক চাওয়া

মাসআলা-
শরীর বা মাথায় তেল ব্যবহার করলে রোজা ভাঙবে না, বরং তা বৈধ। মুসান্নাফে আব্দুর রাজজাক : ৪/৩১৩

ভুল ধারণা-
অনেক মানুষ মনে করেন পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায়। ব্যাপারটা তা নয়।

আমল-
পবিত্র কুরআনুল কারীমের ২১তম পারা তেলাওয়াত। (প্রতি নামাজের আগে ও পরে ২ পৃষ্ঠা করে পড়লে সহজেই এক পারা হয়ে যাবে)

সুসংবাদ-
‘যে ব্যক্তি মাহে রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করবে, সে যেন দু’টি হজ ও দু’টি ওমরাহ করেছে।’ (কাশফুল গুম্মাহ, পৃষ্ঠা- ১/২১২)

উপকারিতা-
রোযা রাখলে, মস্তিষ্কে নতুন কোষ গঠেনে সাহায্য করে। ফলে মস্তিষ্কের কার্যক্ষমতার উন্নতি ঘটে। একইভাবে অ্যাড্রিনাল গ্রন্থি দ্বারা উৎপাদিত হরমোন কর্টিসলের পরিমাণ কমার কারণে মানসিক চাপও কমে।

ইফতারপূর্ব দুআ-
ইয়া ওয়াসিয়াল ফাযলি ইগফিরলি।